The Big Mouth (2022)


 # দ্য বিগ মাউথ

কোরিয়ান থ্রিলার মুভি দেখে প্রসংশা না করে পারা যায় না৷ কিন্তু কোরিয়ানরা শুধু থ্রিলার মুভি না থ্রিলার সিরিজও বানায়। আর সেই রকম জমজমাট একটা ক্রাইম থ্রিলার হলো দ্য বিগ মাউথ। কোরিয়ান ফুল লেন্থ সিরিজ মাত্র একটাই দেখেছিলাম। দ্য হেয়ার্স। আর তারপর কোরিয়ান সিরিজের ওপর থেকে ভালোলাগা উঠে গিয়েছিল। কিন্তু দ্য বিগ মাউথ সম্পূর্ণ ভিন্ন একটা অভিজ্ঞতা। শুরু থেকেই রহস্য। ঋণে জর্জরিত আইনজীবী জানে না কে তাকে নিয়ে খেলছে। শুধু জানে সে এসব করেনি। সে দূর্ভাগা। ল-ফার্ম খুলে স্ত্রীকে সুখী জীবন দেওয়ার কথা বললেও দিয়েছে প্রচন্ড ঝুকিপূর্ণ আর পদে পদে কাঁটাযুক্ত জীবন। একসময় বুঝতে পারে কেউ তাকে নিয়ে খেলছে। কারাগারের অসমতার কথা সবার জানা। যেখানে ওয়ার্ডেনই দূর্নীতিতে ওস্তাদ সেখানে পাহারাদার কি? এখানে হিসাব হাজারে হয় না হয় মিলিয়ন বা বিলিয়নে। সাধারণ মুখ বন্ধ রাখতে ৩০০ মিলিয়ন ওন। আর বড় ঘটনা ঘটলে কত সেটা আন্দাজ করা যায়৷ ষষ্ঠ এপিসোড স্পেশাল। পর্বটায় একসাথে রোমান্স, থ্রিল আর একটা রহস্যের উন্মোচন মিলিয়ে পুরোটাই স্পেশাল। প্রতি সপ্তাহে দুইটা করে পর্ব দিয়ে দর্শককে উন্মুখ রেখে ডিরেক্টর যা করেছে। আর সাপ্তাহিক দুইটা পর্বের ২য় পর্বটার শেষে হালকা থ্রিল হালকা ভালোলাগা আর বেশ খানিকটা চাওয়া নিয়ে শেষ হবে৷ এটা নিয়ে আমার সাথে অনেকটা আশ্চর্য রকমের ঘটনা ঘটেছে। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আসতো শী হাল্ক, শুক্রবার ও শনিবার বিগ মাউথ আর একদিন বাদ দিয়ে সোমবার হাউস অফ ড্রাগন৷ তিনটাই তখন অনগোয়িং৷ রবিবার সবগুলো (হাউস অফ ড্রাগন ছাড়া) একসাথে ডাউনলোড করে আগে বিগ মাউথ শেষ করে তারপর হাউস অফ ড্রাগন আর তারপর শী হাল্ক দেখতাম। মনে হয় যেন কুরুলুস উসমানের মতো৷ যদিও এই সিরিজ আমার দেখা হয় নি৷ আর হবেও না। কিন্তু আমার সঙ্গীরা দেখতো৷ সপ্তাহান্তে তাদের উত্তেজনা চরমাকার ধারণ করতো। হাউজ অফ ড্রাগন আর শী হাল্ক আগে শুরু করলেও এগুলোর প্রতি আগ্রহ তেমনটা ছিলো না৷ কিন্তু বিগ মাউথ শুরু করার পর প্রতি সপ্তাহে আলাদা এক্সাইটমেন্ট কাজ করতো৷

স্ক্রিনপ্লে আর বিজিএম নিয়ে কোন প্রশ্ন রাখার মতো না। স্টোরিটেলিংও যথেষ্ট। আর লি সুং জুক এর অভিনয় তো বলতেই হয় নিজের সেরাটা দিয়েছে। শুরু করার আগে ভয় পেতাম কারণ একবার শুরু করলে রেখে উঠতেই মন চাইতো না। ০৬ পর্ব দেখার পর ব্রেক নিয়েছিলাম। নাহয় পুরোটাকে সত্যি মনে হতে শুরু করেছিলো। বিহাইন্ড দ্য সিন না দেখলে ভাবতাম আসলেই এইটা সত্যি 🙄 ৮ম পর্বের শেষে পার্ক চাং হু নিজেকে বিগ মাউস পরিচয় দিয়ে জনসমক্ষে আসার সময় একটা গান আছে। পুরো এপিসোড টানা দেখার পর গানটা উত্তেজনাটাকে কতো উচু লেভেলে নিয়ে যায় তা শুধু টানা দুই এপিসোড একসাথে দেখা লোকই বলতে পারবে। শুরু থেকেই বিগ মাউস নামটা রহস্যজনক। তাকে কখনোই খারাপ বা ভালো মনে করিনি৷ ও এসব করছে কেন সেটাই ভেবেছি। But He is The King of Underworld সুতরাং এই লোককে দেখার আগ্রহ শুরু থেকেই। শেষটা পছন্দ হলো না। কোরিয়ান ড্রামা গুলোর এটা যেন একটা নিয়ম। আগের মতো গল্প চলতে থাকতো আর আমরাও কয়েক বছর ধরে দেখতে থাকতাম তাহলে বোধহয় ভালোই হয়তো। কিন্তু যা হওয়ার তাতো হয়েই গেছে। আইন মানুষ করে রক্ষা করতে বানানো হয়েছে কিন্তু এখন আইন মানুষকে মারছে। মানে ব্যাপারটা হলো রক্ষক নিজেই ভক্ষক বনে যাওয়ার মতো। পুজিবাদী দেশগুলো তার উৎকৃষ্ট উদাহরণ।




Some Screenshots with Comments

This is Heart Breaking 💔

Thanks To all of them who made This drama with such a Greet Adventure of Law & Crime.

Thay ware so Good at there Own

Miss Her 

i wasn’t going to Believe that it’s a drama. 

Without this Photos

BTS 03

BTS 04

BTS 05


This Guy is The Most Funny Character in this Series, But Finally He got there Company

He Should pay by law but It's not happened. 

This 3 Idiots ware so Funny. whenever thay come to Screen You must Laugh. 

I liked her as a Gangster. But she wasn’t


He Got Everything, but he lost the most Valuable Person of his Life.



Next Review will be About 2021 MBC Drama “The Veil (2021)"

Comments