Alchemy of Soul's Part-01


 


লাস্ট রিভিউ লিখেছি কখন ভুলে গেছি। কিন্তু আর লেখার কোন উৎসাহ পাচ্ছিলাম না। তাই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছিলাম। 


২০২২ সালের ট্রেন্ডিংয়ে থাকা ড্রামা “Alchemy of Soul's" দেখার পর আবার মোটামুটি উৎসাহ পেয়ে লিখে ফেললাম।। 



প্রথমত ধন্যবাদ আমাকে এই অসাধারণ ড্রামাটা সুপারিশ করার জন্য। কারণ না হয় আমি দারুণ একটা কাল্পনিক জগৎ হাতছাড়া করতাম। Abdullah Al-Fahad আর Adnan Ahmed ভাই




এবার আসি ড্রামার রিভিউতে, শুরুটা হয় রহস্য দিয়ে। একটা রাতে অনেক প্রশ্ন নিয়ে জন্ম নেওয়া একজন কে দিয়ে। তারপর আসে পরিবার হারানো গুপ্তঘাতকের পরিচয়। দুজনেই দীর্ঘদিন চরাই উৎরাই পেরিয়ে একসাথে হয় কর্মচারী ও মালিক হিসেবে। সেখানে যাত্রা শুরু। আর শেষটা অনেকদূরে রেখে ড্রামা শুরু করার পর প্রথমার্ধ একটুও বিরক্ত লাগে নি। বরং অনেক ভালো লেগেছে। দ্বিতীয়ার্ধে হঠাৎ একটু আধটু বিরক্তি এসে যেতো কিন্তু তাৎক্ষণিক কমেডিতে পর্দার পরিবর্তন সেটা হতে দিতো না। সাধারণত কেউ কেউ ২য় মূল চরিত্র কে ভালে বাসে বা মূল চরিত্র কে। কিন্তু এখানে আমার প্রথমার্ধের প্রথম ৫পর্বে শুধুমাত্র একজন কেই ভালো লেগেছিলো। নাকসুর আসল দেহ৷ নাকসু নিজের আত্মাবদলের আগে ক্ষমতা আর বুদ্ধির শুধু বুদ্ধি নিয়ে আত্মাবদল করে।যেটা তার দূর্বল দিক। আর জাং উক জন্মের পর বাবার হাতে নিজের শক্তির দরজা বন্ধ হওয়ায় ১২জন শিক্ষকও তাকে জাদুর ক ও শিখাতে পারেনি। একসাথে হওয়ার পর দ্রুত উন্নতি হয় জাং উকের। আর হ্যা, রোমাঞ্চ। এটার অন্যতম একটা জনরা হলো রোমাঞ্চ। সেটা যথেষ্ট আর বরং বেশিই। নাম গুলো কঠিন নাহয় উল্লেখ করতাম। কিন্তু জায়গাগুলো অত্যান্ত সুন্দর আর সেই জায়গার দৃশ্য গুলোও যত্নের সাথে নেয়া। ইন্ট্রো-আউট্রো একদম ছোট। দুটো মিলিয়ে ১মিনিট ৩০ সেকেন্ড হবে প্রায় যেটা চীনা ড্রামার প্রথম ইন্ট্রোর সমান। প্রায় ৮ম পর্ব দেখার পর আমি আবার ক্রাশ খেলাম গৃহপরিচারিকা কিমের উপর। বয়স যতই হোক। যেকোন পরিস্থিতিতে সুন্দর বুদ্ধি দিয়ে সব সময় সবকিছু নিয়ন্ত্রণে রাখেন। এই ড্রামায় একটা জিনিষ উল্লেখযোগ্য যে, যেকোন পরিস্থিতিতে হিরো-হিরোইন অপমানিত হলেও আপনি খুশি থাকবেন কারণ তারা এর বদলে আরো কিছু পেয়েছে যেটা আপনি আগেই জানতেন। 



অনেকগুলো ভালো দিক আছে বিপরীতে খারাপ দিকও সমান হওয়ার কথা কিন্তু তূলনামূলক কমই। সাধারণত কোরিয়ান ড্রামায় যেটা হয় এখানের গল্পটা সেরকম না একদমই। 



এনিমেশন গুলো নজরকাড়া আর ইন্ট্রো কয়েক সেকেন্ডের কিন্তু একদম পারফেক্ট। আউট্রোতে একটা গা প্রায়ই দেয় যেটা সিচুয়েশনের সাথে মিলে যায়। আর ভালোও লাগে। সব মিলিয়ে সময় উপভোগ করার মতো অসাধারণ একটা সিরিজ৷ এরপর শুরু করেছি লি জুং সুক আছে বলে While You Ware Sleeping কিন্তু ২ পর্বের পর হঠাৎ বোরিং লাগছিলো৷ পাশাপাশি ঘুমও পাচ্ছিলো প্রচুর। 




আমার দেখা সেরা কোরিয়ান ড্রামার তালিকায় এটা দ্বিতীয়। শেষটা আমার জন্য কষ্টদায়ক হতে গিয়েও হলো না। কারণ আমি নাকসুর সেই আসল রুপ দেখে কতটা খুশি হয়েছি বলার মতো না৷ আর আমি ২য় সিজন মুক্তির কিছুদিন আগে শুরু করায় মনে মনে ভাগ্যবান ভাবলাম নিজেকে৷ কারণ অন্য দের মতো লম্বা সময় অপেক্ষা করতে হবে না ২য় সিজনের জন্য। ১০ই ডিসেম্বর ২০২২ মুক্তি পাবে ২য় সিজন আর আমি শেষ করেছি ৬ই ডিসেম্বরে। তবুও চারদিন ৪বছরের সমান লাগছে। দেখা যাক কি হয় ২য় সিজনে। আমি ২য় সিজনেও প্রথম সিজনের মতো শুন্য আশা নিয়ে দেখবো। আর শেষে না চেয়েও অনেক পাবো আশাকরি ১ম সিজনের মতো৷ 



My First time Review in English is hare

https://mydramalist.com/52939-can-this-person-be-translated/reviews?sort=recent


হঠাৎ লেখালেখি বিরক্ত লাগছে। তাই ড্রামা দেখা হচ্ছে কিন্তু রিভিউ লেখা হচ্ছে না। পাশাপাশি সময়ও যেন কমে আসছে। সামনে হয়তো কখনোও নিয়মিত লিখতেও পারি৷ থ্রিলারটা লেখাও শেষ করতে পারিনি৷ আশাকরি সবকিছু আগের মতোই আবার করতে পারবো। 



Screenshots:

























For more Photos and My Thoughts about this- https://cutt.ly/E14WcUn

Comments